আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, 'কানাডার আদালতে পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের আনীত দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রতিপন্ন হওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে বাঙালি চোরের জাতি নয়, বীরের জাতি।'
আজ শনিবার বিকেলে কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন, আমরা চোর না, আমরা বীরের জাতি। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ আর কোনো স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা।’
তিনি আরও বলেন, ‘শতভাগ স্বচ্ছতার মাধ্যমে পদ্মা সেতুর কাজ শুরু হয়েছে। আগামী বছরের ডিসেম্বরে এ সেতুর নির্মাণ কাজ শেষ হবে।’
কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামিম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বডুয়া ও কক্সবাজার পৌর মেয়র মাহবুবুর রহমান।
বিডি প্রতিদিন/১১ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম