ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ধারী ১০ প্রতারককে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে আটক করা হয়েছে। আজ রবিবার সকালে ডিবি কার্যলয় থেকে দেয়া বার্তায় এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, আটকদের কাছ থেকে চারটি গাড়ি, পিস্তল, পাইপগান, ওয়াকিটকি ও ছুরি জব্দ করা হয়েছে।
আজ বেলা ১১টায় ডিবির মিডিয়া সেন্টারে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও বার্তায় জানানো হয়।
বিডি প্রতিদিন/১২ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম