চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার শেরশাহ কলোনীতে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে বিদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের ১১টি গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আজ রবিবার ভোর ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইয়াহিয়া জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে একজন মালিকের একাধিক কক্ষ বিশিষ্ট একটি বসতঘর পুড়ে যায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিডি প্রতিদিন/১২ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম