সাভারে গার্মেন্টস শ্রমিকবাহী মিনি বাস উল্টে হেলপার নুরু মিয়া (৩০) নিহত হয়েছেন। আজ রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় আরও প্রায় ১৫ জন পোশাক শ্রমিক আহত হয়েছেন।
নিহত নুরু মিয়া রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ জানায়, সকালে সাভারের রেডিওকলোনী এলাকা থেকে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে একটি মিনি বাস উলাইল এলাকায় আল মুসলিম গার্মেন্টসে যাচ্ছিলো। মিনি বাসটি ঢাকা আরিচা মহাসড়কের গেন্ডা এলাকায় পৌঁছালে চাকা খারাপ হয়ে বাসটি উল্টে যায়। ঘটনাস্থলেই বাসের হেলপার নুরু গাড়ির নিচে চাপা পরে মারা যান। আহত হন অন্তত ১৫ শ্রমিক। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। এছাড়া মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/১২ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম