নারায়ণগঞ্জের চাঞ্চল্যকার ৭ খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি র্যাবের চাকরিচ্যুত সৈনিক আবদুল আলীমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শুনানি শেষে রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ নির্দেশ দেন বলে জানান আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) রিয়াজুর রহমান।
এর আগে, বেলা সাড়ে ১১টায় সৈনিক আবদুল আলীম স্বশরীরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে আবেদন করেন।
প্রসঙ্গত, চলতি বছরের গত ১৬ জানুয়ারি আলোচিত সাত খুন মামলার রায় ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন। রায়ে ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং আরও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/১২ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব