তিনদফা দাবিতে সিলেটে অনশন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি সিলেট জেলা শাখা। রবিবার বেলা ১১টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে ইউনিয়ন পরিষদ সচিবদের পদবী পরিবর্তন করে মূখ্য কর্মকর্তা ও দশম গ্রেড স্কেলের মর্যাদা প্রদান। এছাড়া বেতন, ভাতাসহ যাবতীয় সুবিধাদি শতভাগ সরকারি কোষাগার থেকে প্রদানের ব্যবস্থা করা ও সচিবদের আর্থিক নিরাপত্তার লক্ষ্যে পেনশন ব্যবস্থা নিশ্চিতকরণ।
একই দাবিতে গেল বছর থেকে ইউপি সচিবরা মানববন্ধন, সভা-সমাবেশ ও স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করে আসছেন।
বিডি-প্রতিদিন/১২ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব