সরকার ঘোষিত বেতন-ভাতার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে লাইটার শ্রমিকদের একাংশ। তবে এ বিষয়ে আলোচনা করতে শ্রমিক নেতাদের তলব করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
রবিবার রাতে তাদের সাথে আলোচনা হওয়ার কথা রয়েছে।
লাইটার শ্রমিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাদাত হোসেন বলেন, আমাদের কর্মবিরতি অব্যাহত আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে। সরকারের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস কর্মবিরতি প্রত্যাহার করা হবে। এ বিষয়ে বৈঠক করতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তলব করা হয়েছে।
নৌ-যান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, তারা ১৩ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়ে শনিবার থেকে শুরু করলো কেনো সেটাও আমরা জানি না।