গাজীপুরের কালিয়াকৈরে একটি দ্রুতগামী গাড়ির চাপায় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম পরিচয় এখনও অজ্ঞাত। তবে যুবকের বয়স আনুমানিক ২২ বছর বলে ধারণা করা হচ্ছে।
সোমবার ভোরে উপজেলার চন্দ্রা এলাকার ওয়ালটন কারখানার সামনে চন্দ্রা-নবীনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "সকালে ওই সড়কে অজ্ঞাত একটি দ্রুতগামী গাড়ির চাপায় ওই যুবক নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।"
তিনি আরও জানান, "যুবকের পরনে কালো প্যান্ট, সাদা শার্ট এবং পায়ে সাদা কেডস রয়েছে। যুবকের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।"
বিডি-প্রতিদিন/ ১৩ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৬