রাজধানীর কামরাঙ্গীচর আলী নগর এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত নির্মাণ শ্রমিকের নাম মনির খাঁ (৩৫)। সোমবার বেলা দেড়টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মনির বরিশালের উজিরপুরে উপজেলার মসাং গ্রামের মোকশেদ খানের ছেলে। মনির কামরাঙ্গীচর হুজুরপাড়া এলাকায় থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।
মৃত ব্যক্তির সহকর্মী মিরন বলেন, আমরা এক সঙ্গে কামরাঙ্গীচর আলী নগরে একটি নির্মাণাধীন ভবনের নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতাম। দুপুরে নিচ তলায় ছাদে কাজ করার সময় মনির ছাদ থেকে নিচে পড়ে যান। মাথায় আঘাত পেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বিকেল ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।"
বিডি-প্রতিদিন/ ১৩ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২২