রাজধানীর পুরনো পল্টন কালভার্ট রোডে আজ সন্ধ্যা ৬টার দিকে মোশারফ ভূঁইয়া (২১) নামে এক আওয়ামী লীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ মোশারফ রূপগঞ্জ গাউছিয়া এলাকার বাসিন্দা ও রূপগঞ্জের আওয়ামী লীগ কর্মী।
জানা যায়, আজ দুপুরে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের আওয়ামী লীগের এমপি গাজী গোলাম দস্তগীরের অফিসে রূপগঞ্জ থেকে কয়েক জন আ. লীগ কর্মী দেখা করতে আসেন। এ সময় তাদের মধ্যে কোন একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে নিজেদের ছোড়া গুলিতে মোশারফ গুলিবিদ্ধ হন। ঘটনার সময় এমপি অফিসে ছিলেন না। কামরুজ্জামান নিজেকে এমপির এপিএস হিসেবে পরিচয় দেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ মোশারফ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বিডি প্রতিদিন/এ মজুমদার