শুল্ক ফাঁকি দিয়ে আনা বিলাসবহুল একটি জিপ আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা।
সোমবার বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্রাবাসের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটি আটক করা হয়। তবে এখনও পর্যন্ত গাড়ির মালিককে না পাওয়াতে গাড়ির চেসিস ও মডেল নাম্বার পায়নি বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক তারেক মাহমুদ।
তিনি বলেন, মিতসুবিসি মডেলের বিলাসবহুল জিপ গাড়িটি শুল্ক ফাঁকি দিয়ে অথবা কার্নেট সুবিধায় আনার বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। এছাড়া বিআরটিএ থেকে এখনো গাড়ির রেজিস্ট্রেশন করা হয়নি। তবে গাড়ির নাম্বার প্লেট ভূয়া উল্লেখ করে জানান নাম্বার প্লেটটি গাড়ির শো-রুমের। বৈধভাবে গাড়ি দেশে আনা হয়নি বলেই রেজিস্ট্রেশন করেনি।