Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি, ২০১৭ ২২:৩০

'চলতি অর্থবছরেই দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরু'

অনলাইন ডেস্ক

'চলতি অর্থবছরেই দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরু'

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের কাজ চলতি অর্থ বছরেই শুরু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া চলতি অর্থবছরে আরো ৭টি বড় সেতু নির্মাণের কাজও শুরু করা হবে বলে জানান তিনি।

সোমবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে নাজমুল হক প্রধানের তারকাি চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রীর দেয়া তথ্যানুযায়ী, চলতি অর্থবছরে নির্মিতব্য ৮টি সেতু হচ্ছে- পাটুরিয়া-গোয়ালন্দ অবস্থানে পদ্মা নদীর উপর দ্বিতীয় পদ্মা সেতু, ভূলতা-আড়াইহাজার-বাঞ্চারামপুর-নবীনগর সড়কে মেঘনা নদীর উপর সেতু, রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা-মেহেদীগঞ্জ সড়কে আড়িয়াল খাঁ নদীর উপর সেতু, লেবুখালী-দুমকী-বগা-দশমিনা-গলঅচিপা-আমড়াগাছি সড়কে গলাচিপা নদীর উপর সেতু, কচুয়া-বেতাগী-পটুয়াখালী-লোহালিয়া-কালিয়া সড়কে পায়রা নদীর উপর সেতু, পটুয়াখালী-আমতলী-বরগুনা-কাকচিরা সড়কে পায়রা নদীর উপর দ্বিতীয় সেতু, বাকেরগঞ্জ-বাউফল সড়কে কারখানা নদীর উপর সেতু এবং বরিশাল-ভোলা সড়কে কালাবদর ও তেতুলিয়া নদীর উপর সেতু।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য