Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ১৯:০৮

'সবার জন্য ভালবাসা'র দাবিতে মানববন্ধন

লাল গোলাপ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

'সবার জন্য ভালবাসা'র দাবিতে মানববন্ধন

ভালবাসা কী শুধু প্রেমিক কিংবা প্রেমিকার জন্য? না। সবার জন্য ভালবাসা। আজ ভালবাসা দিবসে সবার জন্য ভালবাসার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে এভারগ্রীন জুম বাংলাদেশ নামে এক বেসরকারি সংস্থা। পরে প্রেসক্লাব থেকে শাহবাগ পর্যন্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে লাল-গোলাপ বিতরণ করেন সংস্থাটির সদস্যরা। এই সংস্থার সদস্য তরুণ-তরুণীদের হাতে ছিল বিতরণের জন্য লাল গোলাপ। গায়ে ছিল ভালবাসার চিহ্ন অঙ্কিত টি-শার্ট। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষ্যে ব্যতিক্রমী এই কর্মসূচি পালন করে সংস্থাটি।

লাল-গোলাপ বিতরণ করা তরুণ-তরুণীরা জানান, ভালোবাসা কখনো একক কেন্দ্রীক হতে পারে না। সবার ভালোবাসা সবার জন্য থাকতে হবে। বাবা, মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন কেউ ভালবাসার বাইরে নয়। মানুষ মানুষের জন্য। তাই সব মানুষের জন্যই ভালবাসা।

জুম বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান এসটি শাহীন বলেন, ভালোবাসা মানুষের সহজাত মানবিক প্রবৃত্তি। জন্মের পর থেকেই মানুষ ভালোবাসাকে কেন্দ্র করে বেড়ে ওঠে। ভালবাসাকে কোন গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখলে চলবে না। ভালবাসার গতানুগতিক দৃষ্টিভঙ্গি দূর করে নতুন সংজ্ঞা তৈরি করতে হবে। ভালবাসা সার্বজনীন। সবার জন্য ভালবাসা।

বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি, ২০১৭/আক্তারুজ্জাম/মাহবুব

 


আপনার মন্তব্য