দুর্নীতির মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তার জামিন নাকচ করেছেন আদালত। আজ ঢাকা মহানগর হাকিম দেলোয়ার হোসেন এ আদেশ দেন। এরআগে আসামির আইনজীবীরা জামিন চেয়ে আদালতে আবেদন করেন।
আসামিরা হলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ডেপুটি রেজিস্ট্রার এইচ এম তায়হিদ জামান, সহকারী রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান ও সহকারী পরিচালক মো. মোফাজ্জল হোসাইন।
সোমবার ভোরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক ফজলুল বারী আসামিদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণনিয়োগপ্রাপ্ত কর্মচারীদের মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা সত্ত্বেও সিলেকশন গ্রেড দেয়া হয়। এই তিন কর্মকর্তা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এক কোটি ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ২০১২ সালে জনৈক এক ব্যক্তি মামলা করেন।
বিডি প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল