চট্টগ্রামের একটি আদালত ২৫ বছর আগে শিশু খুনের মামলায় কক্সবাজার জেলার চকরিয়া এলাকার নুর আলম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন।
মঙ্গলবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় দেন বলে জানান বিভাগীয় বিশেষ জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী।
তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দণ্ডপ্রাপ্ত নুর আলম চকরিয়ার মঘনামা বানিয়াঘোনা গ্রামের মৃত কালু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ৩০২ ধারায় আনা অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। তবে আসামি নুল আলম জামিন নিয়ে পলাতক আছেন।
আদালত সূত্র জানায়, ১৯৯২ সালের ১৯ মার্চ শিশু মোমিন উদ্দিন (আড়াই বছর) খুন হয়। মোমিনের বাবা সিদ্দিক আহমদে ও মা নুর বেগমের বিচ্ছেদ হওয়ার পর নুর বেগম বিয়ে করেন নুর আলমকে। ঘটনার দিন তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার জেরে নুর আলম ওই দিন সন্ধ্যায় স্থানীয় বেড়িবাঁধ এলাকায় নিয়ে শিশু মোমিনকে পানিতে ডুবিয়ে হত্যা করেন। এ ঘটনায় শিশুটির বাবা মো. সিদ্দিক আহমদ চকরিয়া থানায় এ মামলা করেন। ১৯৯৪ সালের ১৪ সেপ্টেম্বর আদালতে অভিযোগ গঠনের পর ১৭ জন সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত রায় দেয়।
বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব