১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ২০:১৩

কুমিল্লা নামে বিভাগ প্রতিষ্ঠার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা নামে বিভাগ প্রতিষ্ঠার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ

ময়নামতি নয়, কুমিল্লা নামেই বিভাগ চাই,এ দাবি নিয়ে মানববন্ধন করেছে চিকিৎসকদের সংগঠন বিএমএ কুমিল্লা শাখা ও কুমিল্লার নাগরিক সমাজ।

বৃহস্পতিবার বিএমএ’র ডাকে কুমিল্লা মেডিকেল কলেজ প্রাঙ্গণে মানববন্ধনে অংশ নেয় মেডিকেল কলেজের শিক্ষক, ছাত্র ও কর্মচারীবৃন্দ।

যথাশীঘ্র দ্রুত কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তব্য রাখেন বিএমএ কুমিল্লার সভাপতি আবদুল বাকী আনিস, সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, সাংগঠনিক সম্পাদক ডা. মো. আলী টিপু ও কোষাধ্যক্ষ ডা. জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া।

বক্তারা কুমিল্লাবাসীর দাবিকে সম্মান জানিয়ে অবিলম্বে কুমিল্লা নামে বিভাগ প্রতিষ্ঠার আহ্বান জানান। অন্যথায় এ ব্যাপারে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলেও মানববন্ধনে ঘোষণা দেয়া হয়।

এদিকে একই দাবিতে কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মচারীরা মানববন্ধন করে। বিকালে নগরীর কান্দিরপাড়ে বিভিন্ন সংগঠন কুমিল্লা নামের বিভাগের দাবিতে মানববন্ধন করেছে। সংগঠন গুলো হচ্ছে আমরা কুমিল্লার সন্তান, সচেতন কুমিল্লাবাসী, সচেতন নাগরিক কমিটি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীবৃন্দ।

এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাস স্ট্যান্ডে মানববন্ধন করেছে চিকিৎসকগণ। মানববন্ধনে উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জালাল হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো: হাবিবুর রহমান হাবিব, ডা. মো. শাহিনূর আলম সুমন, ডা. মো: শাওন সিকদার, ডা. মো: মহিউদ্দীন, ডা: মো: জয়নাল আবেদীন প্রমূখ।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর