ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের (আইটিওএফ) অন্তর্ভূক্ত নৌ-সড়ক-রেল-বিমান-রিক্সা-সমুদ্রগামী জাহাজে কর্মরত শ্রমিকদের ইনউনিয়নগুলোর যৌথ উদ্যোগে ১১ দফা দাবিতে সমাবেশ চট্টগ্রাম নতুন রেলস্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়। আজ শনিবার বিকালে বাংলাদেশ সীমেন্স এসোসিয়েশনের সভাপতি এস এম শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কো-অর্ডিনেশন কমিটি অব আইটিএফ লিয়েটস ইন বাংলাদেশের চেয়ারম্যান এডভোকেট মো. হুমায়ুন কবির।
১১ দফা দাবির মধ্যে আছে- বাঁচার মত মজুরি, নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদান, আউটসোর্সিং বন্ধ, ক্যাজুয়াল শ্রমিকদের স্থানীয়করণ, পোষ্যদের চাকরির বিধান কার্যকর করা, নৌ শ্রমিকদের বেতন স্কেল বাস্তবায়ন, পরিবহন শ্রমিকদের উপর হয়রানি বন্ধ, দেশি-বিদেশী সমুদ্রগামী জাহাজে কর্মরত নাবিকদের চাকরির ভিসা সমস্যাসহ বিভিন্ন সমস্যাদি দূর করা, চলন্ত ট্রেনে কর্মরত রেলকর্মীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, কর্মক্ষেত্রে সকল পরিবহন শ্রমিকদের নিরাপত্তা, পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা কর্যকর করা।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রিজওয়ানুর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কো-অর্ডিনেশন কমিটির সদস্য সচিব চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. লোকমান হোসেন, প্রচার প্রকাশনা সম্পাদক মো. সিরাজুল ইসলাম, রেলওয়ে এমপ্লয়িজ লীগের সভাপতি কাজী আনোয়ারুল হক রনি, বিআইডাব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের আসাদ, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদুল আলম, বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন জিল্লুর রহমান ভূঁইয়া, বাংলাদেশ সীমেন্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ খান।
সমাবেশে বক্তারা বলেন, আমাদের দাবিগুলো নৈতিক। এসব দাবি আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য্য। তাই আজকের এসব দাবির প্রতি সব ধরনের পরিবহন শ্রমিকরা ঐক্য ও সংহতি প্রকাশ করেছেন। দাবি আদায়ে আমরা প্রয়োজনে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। আমরা সরকারের কাছে আবেদন জানাব, যেন আমাদের এইসব নৈতিক দাবি আদায়ে উদ্যোগী হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার