বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত যে সময়ে প্রতিরক্ষা চুক্তির ব্যাপারে চাপ দিচ্ছে, ঠিক সে সময় জঙ্গি তৎপরতা জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে। আজ জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সরকার জঙ্গিবাদ টিকিয়ে রাখছে মন্তব্য করে রিজভী বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে আগ্রহী এবং তারা এ বিষয়ে চাপ দিচ্ছে। ঠিক তার প্রাক্কালে আবার হঠাৎ করে এটা (জঙ্গিবাদ) বিভিন্ন জায়গায় বেড়ে যাচ্ছে। এটা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। আমরা মনে করি যে, সরকার এটাকে (জঙ্গিবাদ) টিকিয়ে রাখছে এবং এটাকে জিইয়ে রাখার চেষ্টা করছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার