রাজধানীর খিলগাঁও থানার ত্রিমোহনী ব্রিজের নাগদার পাড় এলাকায় আজ সন্ধ্যার দিকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। তাৎক্ষণিভাবে হাতহতদের পরিচয় জানা যায়নি।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল জানান, স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার