কুমিল্লা সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর অভিযোগের পরের দিন রবিবার কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলামকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে। বিকালে এ সংক্রান্ত একটি ফ্যাক্স কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কমিশন অফিসে এসেছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল।
চিঠিতে আইজিপিকে উদ্দেশ্য করে বলা হয়েছে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলামকে প্রত্যাহার করা হোক। এ চিঠির অনুলিপি দেয়া হয়েছে কুমিল্লার ডিসি, এসপি ও রিটার্নিং কর্মকর্তাকে।
প্রসঙ্গত, শনিবার কুমিল্লা টাউন হল মিলনায়তনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণবিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু অভিযোগ করেন, সদর দক্ষিণের ধনাইতরী এলাকার তার এক কর্মী কুদ্দুস জামিনে থাকলেও পুলিশ ধরে নিয়ে হয়রানি করছে।
পরে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন(কুসিক) নির্বাচনে নির্বাচন কমিশনের কোন কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কারও বিরুদ্ধে দায়িত্বে অবহেলা বা শৈথিল্যতা বরদাশত করা হবে না। এক্ষেত্রে গাফিলতি হলে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। কুসিক নির্বাচন আমাদের ইসির জন্য এক কঠিন পরীক্ষা। এ পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতেই হবে।
বিডি-প্রতিদিন/১৯ মার্চ, ২০১৭/মাহবুব