কুমিল্লা নগরীর ১৫ নং ওয়ার্ডের কাটাবিল এলাকায় কাউন্সিলর প্রার্থীর টাকা ভাগাভাগি নিয়ে এক ব্যক্তিকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার দুপুরে কাটাবিল এলাকার রাগা বাদশাহর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম কুমিল্লা নগরীর কাটাবিল এলাকার মৃত. আলী হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ১৫ নং ওয়ার্ডের এক কাউন্সিলর প্রার্থী ভোটের টাকা ভাগাভাগি নিয়ে স্থানীয় হারুন, তানিম, কাজল, জিলানীর সাথে খোরশেদ আলমের কথা কাটাকাটির এক পর্যায়ে খোরশেদ আলমকে লাথি-ঘুষি মেরে মারধর করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে চকবাজার ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ সালাউদ্দিন জানান, ভোটের টাকার ভাগাভাগির সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ব্যক্তিগত টাকা নিয়ে হাতাহাতির এক পর্যায়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে জানা যায়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন