রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তর বাড্ডা এলাকায় রাতভর অভিযান চালিয়ে পাঁচ জঙ্গি সদস্যকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। সোমবার দিবাগত রাতে এ চালায় র্যাব-১০।
আজ মঙ্গলবার সকালে র্যাব-১০ এর সিনিয়র এএসপি (সহকারী পুলিশ সুপার) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার রাতভর অভিযান চালিয়ে পাঁচ জঙ্গি সদস্যকে আটক করা হয়েছে।
রাজধানীর কারওয়ানবাজারের র্যাব মিডিয়া সেন্টার আজ দুপুর ১টার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
বিডি প্রতিদিন/২১ মার্চ ২০১৭/এনায়েত করিম