ইডেন কলেজের সাবেক শিক্ষার্থী ও একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আরিফুন নেছা আরিফা হত্যা মামলার আসামি তার সাবেক স্বামী ফখরুল ইসলাম রবিনের বিচারের দাবি জানিয়েছে নিহতের আত্মীয়স্বজন ও ওই ব্যাংকের কর্মকর্তারা। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান।
এসময় তারা বলেন, নিজেদের পছন্দমতো আরিফা ও রবিন ২০১৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। কিন্তু বিয়ের পর থেকে আরিফাকে নির্যাতন করতে থাকে রবিন। এছাড়া রবিন বিয়ের পরে মাদকাসক্ত হয়ে পড়লে আরিফা তাকে সেই পথ থেকে ফেরানোর চেষ্টা করে। এরপর ব্যর্থ আরিফা গত ৫ মাস আগে রবিনকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। এরপর থেকে মা আফিফা জামানকে নিয়ে সেন্ট্রাল রোডে একটি বাসা ভাড়া নিয়ে থাকা শুরু করে আরিফা।
মানববন্ধনে আরও বলা হয়, তখন থেকে আরিফাকে হত্যার হুমকি দিয়ে আসছিল রবিন। এজন্য রবিনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ (জিডি) করেও আরিফা। এরই মধ্যে গত বৃহস্পতিবার সকাল ৮টা ৫১ মিনিটে (সিসি টিভির ফুটেজ অনুযায়ী) ঘাতক রবিন পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেন্ট্রাল রোডের ভাড়া বাড়ির নিচতলার সিড়ির কাছে আরিফাকে খুন করে পালিয়ে যায়। আমরা এই পরিকল্পিত হত্যাকাণ্ডের জন্য ঘাতক রবিনের ফাঁসির দাবি জানাচ্ছি।
বিডি-প্রতিদিন/২১ মার্চ, ২০১৭/মাহবুব