সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা মুফতি আব্দুল হান্নানসহ তিনজনের ফাঁসির রায়ের বিরুদ্ধে রিভিউ খারিজের রায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির এ তথ্য জানান।
এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি হান্নান ও শরীফ শাহেদুল আলম বিপুল কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে রয়েছে। অন্যজন দেলোয়ার হোসেন রিপন সিলেট কেন্দ্রীয় কারাগারে। এজন্য রায়ের কপি কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় ও সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হচ্ছে।
মো. জাহাঙ্গীর কবির আরও জানান, ‘মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে রায়ের অনুলিপি গ্রহণ করে যাচাই-বাছাই শেষে দুই কারাগারের উদ্দেশে পাঠিয়ে দিয়েছি’।
এর আগে বিকালে রায় কার্যকর করতে বিশেষ বার্তাবাহকের মাধ্যমে রায়ের অনুলিপি কারাগারসহ সাতটি স্থানে পাঠান সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ঢাকা কেন্দ্রীয় কারাগার ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হাইকোর্ট ও সিলেটের বিচারিক আদালতে রায় পৌঁছাতে রওনা হন বিশেষ বার্তাবাহকেরা। নিয়ম অনুসারে আপিল বিভাগের এ রায় কারাগারে যাওয়ার পর কারা কর্তৃপক্ষ আসামিদের অবহিত করবেন। এরপর সরকারি সিদ্ধান্ত অনুসারে ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু হবে।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ মে সিলেটের হযরত শাহজালালের (র.) মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। এতে আনোয়ার চৌধুরী, সিলেট জেলা প্রশাসকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত এবং পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত হন।
বিডি-প্রতিদিন/২১ মার্চ, ২০১৭/মাহবুব