‘উন্নয়নে চট্টগ্রাম এখনো অ আ এর মধ্যে। তাই স্বাধীনতার ৪৬ বছর পরও আজ আমাদেরকে এসে চট্টগ্রামের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলতে হচ্ছে। অথচ এই চট্টগ্রামেই আছে বন্দরের মত একটি প্রাকৃতিক সম্পদ। এই বন্দরের টাকা দিয়েই একটি সুইজারল্যান্ড বানানো যাবে।’ আজ দুপুরে জুনিয়র চেম্বার চট্টগ্রাম ও দৈনিক আজাদীর আয়োজনে ‘চট্টগ্রামের শিল্প ও বাণিজ্যের সম্ভাবনা, সমস্যা ও সমাধান’ শীর্ষক গোল টেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।
বৈঠকে বক্তব্য রাখেন- চট্টগ্রামের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, আজাদী সম্পাদক এম এ মালেক, বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মোহাম্মদ জাফর আলম, চেম্বার চেয়ারম্যান মাহবুবুল আলম, পরিচালক মাহফুজুল হক শাহ, বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি মঈনুদ্দিন মিন্টু, আইবিএফবি’র প্রেসিডেন্ট এসএম আবু তৈয়ব, উইমেন চেম্বারের সাবেক প্রেসিডেন্ট মিসেস কামররু মালেক, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজাদুর রহমান মল্লিক। জুনিয়র চেম্বার চট্টগ্রামের প্রেসিডেন্ট মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরো বক্তব্য রাখেন, জেসিআই এর সহসভাপতি নিয়াজ মোর্শেদ এলিট, সিনিয়র সহ সভাপতি রইসুল উদ্দিন সৈকত, পরিচালক ইশতিয়াক উর রহমান, রুপালী ব্যাংকের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সেলিম উদ্দিন, ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ আহসানুল আলম।
বক্তারা বলেন, বলেন, চট্টগ্রাম তথা সারাদেশে বড় বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে। পদ্মা সেতুর বাস্তবায়ন দৃশ্যমান হলেও অন্যান্য প্রকল্পগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া খুবই ধীর গতিতে হচ্ছে। এভাবে হলে ২০২১ সালে মধ্যম আয়ের এবং ২০৪১ সালে উন্নত দেশের স্বপ্ন আমাদের অধরা থেকে যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার