রাজধানীতে স্বামীর মারধরে শাম্মী আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ মিরপুরের কল্যাণপুরে এ ঘটনা ঘটে।
মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, স্বামী টিটুর (৪০) সঙ্গে সাংসারিক বিষয়ে নিয়ে ঝগড়া হয় শাম্মী আক্তারের। এক পর্যায়ে টিটুর মারধরে অচেতন হয়ে পড়েন শাম্মী আক্তার। এসময় টিটু নিজেই স্থানীয় সমরিতা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাম্মীকে মৃত ঘোষণা করেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার