২০১৪ সালের মতো দেশে আর কোন নির্বাচন হতে দেয়া হবে না জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন বলেছেন, সরকারের অত্যাচার নির্যাতনে জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ঘুরে দাঁড়াও বাংলাদেশ আয়োজিত দ্রুত বিচার আইনে শাস্তি বৃদ্ধির রাজনৈতিক উদ্দেশ্য এবং জনমনে আশঙ্কা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অ্যাড. খন্দকার মাহবুব হোসেন বলেন, জনগণ এবার জেগে উঠলে কোন বাধা মানবে না। আওয়ামী লীগের সঙ্গে সকল ফয়সালা রাজপথে করতে হবে। আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। তবে তা হবে নিরপেক্ষ সরকারের অধীনে। আর এজন্য যা যা করার দরকার বিএনপি তাই করবে। নির্বাচনকালীন সহায়ক সরকারের ইস্যুতে সরকার আপষে না আসলে রাজপথ উত্তপ্ত হবে।
অ্যাড. খন্দকার মাহবুব হোসেন আরো বলেন, সরকার ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত হয়েই দ্রুত বিচার আইনের সাজার মেয়াদ বাড়িয়েছে। আওয়ামী লীগ এমন একটি দল- যখন যেমন, তখন তেমন। তখন ছিলো সেটা কালো আইন। এখন তারা ক্ষমতায় এসে সেই আইনের আরো সাজা বাড়িয়ে করছে ৭ বছর।
বিডি প্রতিদিন/০৯ জুন ২০১৭/আরাফাত