বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পুলিশ আর আওয়ামী লীগ মিলেমিশে একাকার হয়ে গেছে। পুলিশ এখন আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব পালন করছে।
আজ শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশব্যাপী বিএনপি আয়োজিত ইফতার মাহফিলগুলোয় অনুমতি দেওয়া হচ্ছে না। কোথাও কোথাও সরকারি দলের সঙ্গে যোগসাজশ করে পুলিশ চড়াও হচ্ছে, হামলা চালাচ্ছে। বর্তমান ভোটারবিহীন সরকার বিএনপিসহ বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড তো দূরে থাক ধর্মীয় অনুষ্ঠানের বিষয়েও হিংসার আাশ্রয় নিয়েছে। আওয়ামী ক্যাডাররা বাধা দিচ্ছে। এ ধরনের আক্রমণ বা বাধা শুধু প্রতিহিংসা চরিতার্থ করা নয়, বরং ধর্মীয় অনুষ্ঠানের ওপরও আক্রমণ।
বিডি প্রতিদিন/১০ জুন, ২০১৭/ফারজানা