নগরীতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার হওয়া ওই ইয়াবা ব্যবসায়ীর নাম আব্বাস উদ্দিন।
রবিবার দুপুরে নগরীর শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আব্বাসের গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। তার বাবার নাম আবদুন নবী।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সেতু এলাকায় অভিযান পরিচালন করে গোয়েন্দা পুলিশ। অভিযানে সাদা প্লাস্টির বাজার ব্যাগে থাকা ১০ হাজার পিস ইয়াবাসহ আব্বাসকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।