জঙ্গিবাদ প্রতিরোধে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রামের জেলা প্রশাসন। সিদ্ধান্তের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় জঙ্গি বিরোধী প্রচারণার নির্দেশ দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের। এছাড়া প্রত্যন্ত অঞ্চলে জঙ্গিরা যাতে ঘাঁটি গাড়তে না পারে সেজন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার জেলা আইন শৃংখলা কমিটির সভায় এ নির্দেশ দেন জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী। এ বৈঠকে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এবং উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা অংশ নেন।
সভায় তিনি বলেন, ‘আমরা এমন রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি না যে, হত্যাযজ্ঞের মাধ্যমে সমাজ পরিবর্তন করতে হবে। এদের বিষয়ে সচেতন থাকতে হবে। বিশেষ করে রিমোট এরিয়ায় যেখানে মানুষকে ‘ব্রেইনওয়াশ’ করার সুযোগ নেয় জঙ্গিরা, সেখানে খোঁজখবর রাখতে হবে। লিফলেট বিতরণের মাধ্যমে জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে জঙ্গিবাদের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করে তুলতে হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ