শুল্ক গোয়েন্দা আজ দুপুরে শাহজালালে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৩০,০০০ শলাকা বিদেশি সিগারেট আটক করেছে। এসব সিগারেট ১৫০ কার্টনে পাওয়া যায়।
গোপন সংবাদ থাকায় শুল্ক গোয়েন্দারা অভিযান চালিয়ে এসকল সিগারেট উদ্ধার করে। এ সকল সিগারেট ২টি কার্টনে লুকায়িত ছিল।
আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতিত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আটককৃত সিগারেট BENSON & HEDGES ব্র্যান্ডের Made In England এর তৈরী। শুল্ক করসহ আটক পণ্যের মূল্য প্রায় ১২ লাখ টাকা। আটক পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।