রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভার উপড়ে রবিবার দিবাগত রাতে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সোহেল আরমান (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোহেল ডেমরা কোনাপাড়া এলাকার মৃত আবদুল মজিদের ছেলে।
যাত্রাবাড়ীর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হানিফ ফ্লাইওভারে উপরে দিয়ে চালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় সোহেল। এতে সে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার