চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে পড়েছে দক্ষিণ আফ্রিকা। রবিবার ওভালে ভারতের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয় ডি ভিলিয়ার্সের দল। বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বর দল হিসেবে টুর্নেমেন্টে আসা দলটির গ্রুপ পর্বেই বাদ হয়ে যাওয়া আর সবার কাছে আশ্চর্যের হলেও বড় টুর্নামেন্টে এই দৃশ্যের সাথে চির পরিচিত দক্ষিণ আফ্রিকা। তাইতো তাদের নামও দেয়া হয়েছে ‘চোকার’।
কিন্তু নিজেকে পরাজিত মানতে নারাজ অধিনায়ক ডি ভিলিয়ার্স। দলের নেতৃত্বই থাকতে চান বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। অধিনায়কত্ব ধরে রেখেই দক্ষিণ আফ্রিকাকে নিয়ে যেতে চান ২০১৯ বিশ্বকাপে।
ভারতের সাথে পরাজয়ের পর নিজের অবস্থান নিয়ে ৩৩ বছর বয়সী অনেকটা সাহসের সাথেই বলেছেন, যতদিন সুযোগ আছে তিনি এই ভূমিকায় থাকতে চান। কেন তিনি এটা চালিয়ে যেতে চান তার উত্তরে আরো একবার দাপটের সাথেই বলেন, ‘কারণ আমি একজন ভালো অধিনায়ক। আর আমি এই দলকে সামনে এগিয়ে নিতে চাই। আমি বিশ্বাস করি বিশ্বকাপ জয়ে আমি এই দলটিকে এগিয়ে নিতে যেতে পারব। এবারের টুর্নামেন্টেও এই একই স্বপ্ন নিয়ে আমি এসেছিলাম। কিন্তু তা হয়নি। তারপরও এটাই আমার স্বপ্ন, আমি এ ধরনের স্বপ্ন দেখতে ভালোবাসি।’
তবে ভারতের কাছে হেরে গ্রুপ পর্বেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার ব্যাপারে ডি ভিলিয়ার্স বলেন, আমি এই মুহূর্তে পরবর্তী আসরের কথা ভাবছি না। এখন চ্যাম্পিয়নস ট্রফির হতাশার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ, এটা আমাদের বাজেভাবে হতাশ করেছে। আমরা কিন্তু সবদিকে উন্নতি করেই এখানে খেলতে এসেছিলাম, এতে কোনো সন্দেহ নেই। প্রাক টুর্নামেন্ট বেশ কয়েকটি ক্যাম্প করেছি, সকলে কঠোর পরিশ্রম করেছি, নেটে পরিশ্রম করেছি, একে অপরকে সহযোগিতা করেছি, বিশ্বাস করেছি, কিন্তু কখনো কখনো সবকিছু নিজেদের পক্ষে যায় না।
বিডি-প্রতিদিন/১২ জুন, ২০১৭/ওয়াসিফ