ঢাকা কাস্টমস হাউসের বিমানবন্দর ইউনিট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী জাবেদ হোসেনের (৩০) কাছ থেকে ৬১১ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেছে। যার আনুমানিক বাজার মূল্য ১৬ লাখ টাকা।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) আহসানুল কবীর আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক জাবেদ হোসেনের (৩০) বাড়ি চট্টগ্রামের হাটহাজারী। তিনি একজন ব্যবসায়ী। সিগারেটের উপর উচ্চশুল্ক (প্রায় ৪৫০ শতাংশ) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জব্দকৃত পণ্যের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার