রাজধানীর ডেমরা এলাকা থেকে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের শরিয়া বোর্ডের আমির শায়েখ মামুনুর রশিদ ওরফে শায়েখ মামুনকে আটক করেছে র্যাব। আজ বিকেলে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান। রবিবার গভির রাতে তাকে আটক করা হয়।
এর আগে র্যাবের অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের শুরা সদস্য ও ঢাকা মহানগরী পশ্চিমের দাওয়াতি আমির ইমরান আহমেদ ও তার সহযোগীকে অস্ত্রসহ আটক করে র্যাব। গত শনিবার রাতে তাদের আটক করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার