রংপুরে দুই বছর আগের মাদক মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত রহিমা বেগম(৫৫) দিনাজপুরের হাকিমপুর উপজেলার বিশাপাড়া এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী।
এছাড়া আদালত আসামির ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তাকে আরও তিনমাসের কারাদণ্ড দিয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আখাতারুজ্জামান পলাশ জানিয়েছেন।
মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০১৫ সালের ২১ মে বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলা বাসস্ট্যান্ডে সাড়ে পাঁচ লিটার তরল ফেনসিডিলসহ রহিমাকে আটক করে পুলিশ। রহিমা দিনাজপুরের হিলি সীমান্ত থেকে কোকোকোলার বোতলে ভরে ফেনসিডিল নিয়ে পীরগঞ্জে বিক্রি করতে আসেন। ওইদিনই তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করেন পীরগঞ্জ থানার এসআই দীনেশ চন্দ্র।
মামলার তদন্ত কর্মকর্তা পীরগঞ্জ থানার এসআই শহীদুল ইসলাম সিদ্দিকী তদন্ত শেষে একই বছরের ৩০ সেপ্টেম্বর রহিমার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
বিডি-প্রতিদিন/১২ জুন, ২০১৭/মাহবুব