চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উত্তর হাজীগাঁও এলাকা থেকে মোহাম্মদ আলী (৪২) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার মোহাম্মদ আলী একই এলাকার জালাল আহমেদের ছেলে।
আজ বেলা ২টার দিকে উপজেলার উত্তর হাজিগাওঁ এলাকায় এক অভিযান চালিয়ে আটক করা হয় বলে জানান আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহুমদ। তিনি বলেন, মোহাম্মদ আলী গ্রেফতার পরবর্তীতে স্বীকারোক্তি অনুযায়ী ডাকাতিতে তার ব্যবহৃত ২টি কার্তুজসহ একটি এলজি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ডাকাতি ও চাঁদাবাজির ৩টি মামলা রয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার