বরিশালের গৌরনদী উপজেলার রামসিদ্ধি গ্রামে সৎ মায়ের সংসারে রান্না ঘরে রশি দিয়ে বেঁধে রাখা মানসিক প্রতিবন্ধী কিশোর তোহাবের (১৫) দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান।
উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরে তোহাবকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিভিন্ন স্থানীয় গণমাধ্যমে সৎ মায়ের সংসারে চরম অবহেলায় বেড়ে ওঠা প্রতিবন্ধী তোহাবের অমানবিক জীবন-যাপনের খবর প্রকাশের পর বিষয়টি নজরে আসে জেলা প্রশাসকের। ওই সংবাদ প্রকাশের পর তার নির্দেশে সোমবার গৌরনদীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফ আহম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন ও জেলা সমাজ সেবা অফিসের প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির তোহাবের বাড়িতে ছুটে যান। তারা গৌরনদী সমাজ সেবা অফিস থেকে তোহাবের জন্য প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করেন। বিকেলে সরকারী ব্যবস্থাপনায় অসুস্থ তোহাবকে চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন তারা।
পরিবারিক সূত্র জানায়, তোহাবের তিন বছর বয়সে তার মাকে তালাক দেন তার বাবা মোহন খান। এরপর দ্বিতীয় বিয়ে করেন মোহন খান। সৎ মায়ের সংসারে বোঝা হয়ে দাঁড়ায় বুদ্ধি প্রতিবন্ধী তোহাব। সৎ মায়ের সংসারে চরম অবহেলায় তোহাবকে রান্নাঘরে রশি দিয়ে বেঁধে রাখা হয়।