নিউমার্কেট এলাকা থেকে গ্রেফতারকৃত নব্য জেএমবি’র ৬ সদস্যের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার সিএমএম আদালত। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ ইউনিট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পুলিশ পরিদর্শক মুহাম্মদ মনিরুল ইসলাম আজ তাদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দশদিন করে রিমান্ডের আবেদন জানান।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালত শুনানি শেষে তিনদিন করে আসামিদের রিমান্ড মঞ্জুর করেন। জানা যায়, হলি আর্টিজানে হামলার বর্ষপূর্তি ও রমজানে সহিংসতার আন্তর্জাতিক আহ্বানে উদ্বুদ্ধ হয়ে আসামিরা বিভিন্ন নাশকতার পরিকল্পনা করছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার