বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
নিম্নচাপের প্রভাবে অবিরত বর্ষণ ও ঝড়ো হাওয়ার কারণে রাত সাড়ে ৮টা থেকে সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. জয়নাল আবেদীন।
ঢাকার সদরঘাট থেকে সাড়ে ৮টার পর আর কোনো লঞ্চ ছেড়ে যায়নি বলে বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক মো. হুমায়ূন কবির জানিয়েছেন।
তবে সদরঘাটে বরিশালের চারটি এবং অন্যান্য রুটের দুটি লঞ্চ রয়েছে, সেগুলোতে যাত্রীও রয়েছেন। “যদি আবহাওয়ার উন্নতি হয়, তাহলে এই ছয়টি লঞ্চ ছাড়ার অনুমতি দেওয়া হবে,” বলেন হুমায়ুন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাগরে সৃষ্ট নিম্নচাপটি সোমবার বেলা ১২টায় স্থল নিম্নচাপে পরিণত হয়ে কুমিল্লা ও তৎসংল্গ্ন এলাকায় অবস্থান করছিল। এর প্রভাবে মঙ্গলবারও বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
ঝড়ো বাতাসের মধ্যে তীব্র ঢেউয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে সিমেন্টের কাঁচামাল নিয়ে দুটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে; এছাড়া কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ হয়েছেন দুই জেলে।
সূত্র: বিডিনিউজ