রাজশাহীর তানোর উপজেলায় জঙ্গি আস্তানায় অপারেশন ‘রিভার্ট’র সমাপ্তি ঘোষণা করেছে পুলিশ। সোমবার (১২ জুন) রাত ১১ টার দিকে এ অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
অভিযান শেষে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন) নিশারুল আরিফ জানান, অপারেশন ‘রিভার্ট’ সমাপ্ত করা হয়েছে। এ অভিযানে জঙ্গি আস্তানা থেকে ৩টি সুইসাইডাল ভেস্ট, একটি বোমা, বেশ কিছু বিস্ফোরক, একটি ল্যাপটপ, একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি জিহাদী বই, সিডি ও নগদ প্রায় ২ লাখ টাকা, দু'টি মোটরসাইকেল এবং ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এর আগে, রাজশাহীর তানোর উপজেলার ডাঙাপাড়া গ্রামের ‘জঙ্গি বাড়িতে’ অভিযান শুরু করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বোমা নিষ্ক্রিয়কারী দল।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে তারা অভিযান শুরু করে। এর প্রায় ১৫ মিনিট পরই বিস্ফোরণের বিকট একটি শব্দ পাওয়া যায়। তবে বাড়ির ভেতরে কেউ নেই বলে পুলিশের পক্ষ থেকে তখনই নিশ্চিত করা হয়।
বিডি প্রতিদিন/১৩ জুন ২০১৭/হিমেল