রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল মৃধাবাড়ি এলাকায় শামীম হোসেন (২৮) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শামীম গাইবান্ধা সদর উপজেলার খানকাশরীফ এলাকার বাবুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাতুয়াইল মৃধাবাড়ি এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন শামীম। রাতে টেলিভিশনের সুইচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১৩ জুন ২০১৭/হিমেল