রাজধানীর সদরঘাটের কাছে বুড়িগঙ্গায় ডুবে যাত্রীবাহী ট্রলারের সন্ধান মিলেছে। তবে পানির নিচ থেকে তা এখনো উদ্ধার করা যায়নি। এছাড়া দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও এক নারী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ সদর দফতর।
এর আগে, সোমবার দিবাগত গভীর রাতে ৪০/৫০ জন যাত্রী নিয়ে সদরঘাটের ইস্পাহানি গার্ড এলাকা থেকে ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে বাংলাদেশ নৌবাহিনী, নৌ পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযোনে নেমে পড়েন।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার নাজমা আক্তার জানান, সন্ধান পাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে।
এদিকে, দুর্ঘটনায় এক নারীর নিখোঁজ থাকার কথা নিশ্চিত করেছেন নৌ পুলিশ সদর দফতরের ক্রাইম অ্যান্ড অপস বিভাগের এএসপি আবুল কালাম আজাদ। তিনি বলেন, বাকিরা সাঁতরে ও উদ্ধারকারীদের সহায়তায় তীরে আসতে সক্ষম হলেও ওই নারী নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/১৩ জুন, ২০১৭/মাহবুব