ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কালাকচুয়া ও পদুয়ারবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। মঙ্গলবার সকালে পৃথক এ দুর্ঘটনা দু'টি ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুমিল্লাগামী মোটরসাইকেলকে পিছন থেকে নোয়াখালীগামী হিমাচল পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়।
নিহতদের একজন মো. কামরুল হাসান কুমিল্লার চান্দিনা উপজেলার সুহিলপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তবে, অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে অপর একটি দুর্ঘটনায় সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় ফল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭ টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম চাঁদপুর জেলার কচুয়ার নুরপুর গ্রামের আব্বাস আলীর ছেলে।
আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে মুমূর্ষু অবস্থায় ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ লাশ ও গাড়ি উদ্ধার করেছে।
বিডি-প্রতিদিন/১৩ জুন, ২০১৭/মাহবুব