চট্টগ্রামে ব্যবসায়ী বিরোধের জের ধরে অস্ত্রের মুখে জিম্মি করে নগরীর মো. নুরুন্নবী নামের ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে বোয়ালখালী উপজেলার চরণদ্বীপের ইউপি চেয়ারম্যান শামসুল আলমসহ (৩৪) ১০ জনকে আটক করেছে পুলিশ। এসময় ব্যবসায়ীকে উদ্ধারের পাশাপাশি ইউপি চেয়ারম্যানের কাছ থেকে দুটি শর্টগান ও ২৮ রাউন্ড গুলি এবং একটি কালো মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।
আজ চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) নাজমুল হাসান জানান, সোমবার গভীর রাতে নগরীর নন্দনকানন এলাকা থেকে আটক ও ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। তিনি বলেন, গত সোমবার ইফতারের পর ব্যবসায়ী মো. নূরুন্নবীকে তার সরাইপাড়ার বাসা থেকে অস্ত্রের মুখে অপহরণ করে অন্যত্র নিয়ে যায় ইউপি চেয়ারম্যান শামসুলসহ সহযোগীরা। বিষয়টি পরিবারের সদস্যরা প্রশাসনকে জানানোর পর নগরীর পাহাড়তলী এবং কোতোয়ালী থানা পুলিশের নেতৃত্বে অভিযান চালায়। এতে নন্দনকানন এলাকায় আর এফ পুলিশ প্লাজার উপরে নিয়ে জিম্মি অবস্থা থেকে উদ্ধার করে। এসময় পুলিশ ১০ জনকে হাতেনাতে আটক করে। তবে ব্যবসায়ীক বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। এতে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার