বরিশালের সাংবাদিক এবং সুশীল সমাজের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ লাইনসে ইফতার মাহফিলে আগত অতিথিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন। গত ১ বছর বরিশাল মেট্রোপলিটনে দায়িত্ব পালনে সহযোগীতার জন্য সাংবাদিকের ধন্যবান জানান পুলিশ কমিশনার।
এ সময় তিনি বলেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। পুলিশ কিংবা সাংবাদিক যদি সঠিকভাবে তার দায়িত্ব পালন করে তাহলে পরষ্পরের সৌহার্দ এবং সু-সস্পর্ক বৃদ্ধি পায়। আগামীতেও এই ধারা অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার আবুল কালাম আজাদ, উপ-কমিশনার কামরুল আমীন, গোলাম রউফ খান, হাবিবুর রহমান খান ও উত্তম কুমার পাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট এসএম ইকবাল এবং বর্তমান সাধারণ সম্পাদক এসএম কিবাল সহ পুলিশের বিভিন্ন স্থরের কর্মকর্তা, বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকের সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১৩ জুন ২০১৭/হিমেল