বৃষ্টির কারণে পাহাড়-দেয়াল ধসে চট্টগ্রামে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি আহতদের পরিবারকে তুলে দেওয়া হয় ৫ হাজার টাকা করে। ইতিমধ্যে চট্টগ্রামে পাহাড়-দেয়ালধসে ২৯ জনের মৃত্যুর ঘটনার খবর পাওয়া গেছে।
হতাহতের ঘটনার পর পরেই জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর নির্দেশে স্থানীয় প্রশাসন নিহতদের প্রতি পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের প্রতি পরিবারের হাতে ৫ হাজার টাকা করে তুলে দেয়া হয় বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার