আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে ২০০১ সালের মত দেশে আবারও বিভীষিকাময় দিন ফিরে আসবে।
আজ মঙ্গলবার তাঁতী লীগের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘আপনাদের মনে আছে সেই ২০০১ সালের কথা। তারা (বিএনপি) আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি পুড়িয়েছে, পুকুরের মাছ ধরে নিয়েছে, গবাদি পশু নিয়ে গেছে। বুঝতে পেরেছেন বিএনপি আবার ক্ষমতায় এলে তারা কত ভয়ংকর হবে?’
বিএনপির আন্দোলনের ডাককে আষাঢ়ের তর্জন-গর্জন দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির কমিটিতে ৫৯৬ জন নেতা আছেন। ওনারা একসঙ্গে মাঠে নেমে মিছিল করতে পারেন না। নেতারা মাঠে না নামলে কর্মীরা কীভাবে মাঠে নামবে? বিএনপির আন্দোলন আষাঢ়ের তর্জন-গর্জন। বিএনপির নেতারা আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে। তাদের আবার আন্দোলন।
এসময় তাঁতী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকত আলীর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, কার্যকরী সভাপতি সাধনা দাশ গুপ্ত প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/১৩ জুন ২০১৭/এনায়েত করিম