পার্বত্য জেলা রাঙামাটিতে ভয়াবহ পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু হয়েছে। পাহাড় ধসে শেষ খবর পাওয়া পর্যন্ত রাঙামাটিতে ১০৩ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৪০ জন।
মঙ্গলবার পাহাড় ধসে রাঙামাটি সদরে চার সেনা সদস্যসহ ৫৩ জন, কাউখালী উপজেলায় ২৩ জন, কাপ্তাইয়ে ১৮ জন, বিলাইছড়ি উপজেলায় তিনজন, জুরাছড়ি উপজেলায় দুজন। এ ছাড়া শহরের ভেদভেদী নতুন পাড়া এলাকা, রাঙাপানি, মানিকছড়ি, রিজার্ভ বাজার তবলছড়িসহ বিভিন্ন এলকায় মাটি চাপা পড়ে আছে আরও বেশ কিছু বসতঘর।
উপযোগী সরঞ্জাম না থাকায় মঙ্গলবার রাতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। বুধবার সকালে ফের উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক মানজুরুল মান্নান।
বিডি প্রতিদিন/১৪ জুন, ২০১৭/ফারজানা