রাজধানীর কারওয়ান বাজার এলাকায় একটি প্রাইভেটকারের ধাক্কায় ইসমাইল হোসেন (৫০) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) দিনগত রাত ৩টার দিকে স্টার বেকারির সামনে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। এরা হলেন, আমির হোসেন (৫০ ), বাবু (১৯) ও বাবু (৩২)।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘাতক প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালককে আটকের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/১৪ জুন ২০১৭/হিমেল